ওয়াল্টন প্রিমো জি১: সত্যিই স্মার্ট!

 

আমার এই রিভিউ পড়বার আগে অনেকেই  হয়তো Walton Primo G1 দেখে ফেলেছেন অথবা ব্যবহার করেছেন। যারা ব্যবহার করেছেন তারা জানেন এর ভাল লাগার মত কি আছে অথবা না লাগার বা কি আছে। ফোনটি যখন বাজারে আসে তখন এর অপারেটিং সিস্টেম ICS থাকলেও এখন এটি আপগ্রেড করে জেলীবিনে পরিবর্তন করা যাচ্ছে। Primo G1 এখন পাওয়া যাচ্ছে ১২৪৯০ টাকাতে সাথে পাচ্ছেন ১ বছরের ওয়ারেন্টি। যারা এখনো Walton Primo G1 কিনার ব্যাপারে দনোমনো করছেন, এক দমে ছোট্ট এই রিভিউটি পড়ে ফেলুন, নিশ্চিত ভাবে একটি সিদ্ধান্তে পৌছাতে পারবেন। তবে সেটি কোনটি, হ্যাঁ নাকি নাহ? পড়েই দেখুন...


বিল্ড-কোয়ালিটিঃ

ফোনটি হাতে ধরে আপনার প্রথম যে ইম্প্রেশন আসবে সেটি হল, “বাহ! দারুন তো”। Primo G1 আকৃতিতে স্লিম আর আকার অনুযায়ী অনেক হালকা। Primo G1 এর বডি প্লাস্টিকের তৈরী তবে এর স্মুথ বডি ফিনিশিং আপনাকে নিঃসন্দেহে চমৎকার একটি অনুভূতি দিবে। অনেক দামী ফোনের ভারী অনুভূতি না দিলেও সস্তা প্লাস্টিকের ফোন বলে কখনোই মনে হবে নাহ। Primo G1’র ব্যাক কভারের লুক আর ডটেড টেক্সার তো একদম স্যামসাং গ্যালাক্সী এস২ এর মত, প্রথম দর্শনে ভুল হওয়া খুব স্বাভাবিক। আমারও হয়েছিল আর বস্তুত আমি যে বেশ খুশি হয়েছিলাম তা বলাই বাহুল্য।
Primo G1  আপনার ডান হাতের তালুতে রাখলে লক-বাটন ফোনের ডান দিকে পাবেন, ফলে বুড়ো আঙ্গুল দিয়ে টাচ্‌-স্ক্রিন ব্যবহার করে আবার ফোন লক করেও রাখতে পারছেন একসাথেই; যখন আপনি চলাফেরার মাঝে ফোন ব্যবহার করবেন তখনই বুঝবেন এইটা কতখানি উপকারী। Primo G1 আরো একটা চমৎকার দিক হল , এর চার্জিং আর অডিও পোর্ট ফোনের উপরের দিকে যা সত্যিই উপকারী কেননা আপনি ফোন কভারের মধ্যে রেখেই চার্জ বা হেডফোন লাগিয়ে গান শুনতে পারবেন। এতে করে ফোনে অহেতুক স্ক্রাচ পড়ার সম্ভবনা কমে। আপনি নিশ্চয়ই চান না আপনার ফোনে একটিও আচড় লাগুগ। ফোন কেনার সময় অবশ্য একটি প্লাস্টিকের পাতলা স্ক্রিন প্রটেক্টর কোম্পানী থেকে দেওয়া থাকে; তার মান ভালই বলা চলে। কেননা তাতে একটু দাগ-টাগ লাগলেও সেটি দীর্ঘ দিন যাবত ব্যবহারেও উঠে আসে নাহ। আমি অনেক দিন ব্যবহার করেছি, এখনো পর্যন্ত সুন্দর চলে যাচ্ছে।


ডাটা এবং কানেক্টিভিটিঃ

Primo G1  একটি ডুয়েল সীম ফোন (বলা বাহুল্য, ওয়াল্টন এখনো সিংগেল সীম ফোন বাজারে আনে নাই), ফোনটি  GSM  আর 3G নেটওয়ার্কে WCDMA এবং HSPA  সাপোর্ট করে। আর 3G নেটওয়ার্কের নাম শুনে আপনার মনে যে প্রশ্নটি ঘুরফির করছে তার উত্তরটি দিয়ে দেই, হ্যাঁ, এটি দিয়ে ভিডিও কলিং করা যায়। যা কিনা এর মডেল Primo G2 তে নাই। এর ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আমি বেশি কথা না বলে শুধু এটুকু বলে রাখি, বেশ দারুন স্পীড পাওয়া যায় আর আপনার কাছে খারাপ লাগার তেমন কোন কারণ আমি খুঁজে পাইনি।

Primo G1 এর ব্লু-টুথের রয়েছে চমৎকার গতি, বেশ দ্রুত আপনার ফাইল গুলো ট্রান্সফার হয়ে যাবে। আর এর ওয়াই-ফাই মসৃণ গতিতে কাজ করে। Primo G1 ওয়াই-ফাই ডাইরেক্ট সাপোর্ট করে যা ওয়াই-ফাইয়ের স্পীড বাডিয়ে দেয়। কিন্তু আমি এর কোন একটি সীমাবদ্ধতার কারনে কোন ফাইল ওয়াই-ফাই ডাইরেক্ট দিয়ে ট্রান্সফার করতে পারি নাই।


সেন্সরঃ

Walton Primo G1 বেশ কয়েকটি সেন্সর আছে, যার মধ্যে রয়েছে Compass, Accelerometer, Light, Orientation, Proximity কিন্তু এতে আমি gyroscope বা g-sensor পাই নাই। যাতে করে কিনা যেসব গেইম খেলার সময় এইম বা নিরিখ করার দরকার পড়ে (যেমনঃ মডার্ন কমব্যাট ৩) সেসব গেইম খেলতে পারি নাই। এই সেন্সর ছাড়া আসলে এই ধরনের গেইম খেলা যায় না তাই আমি এইটাইপের গেইম গুলা খেলতে পারি নাই।


টাচ্‌ এবং ডিসপ্লেঃ

Primo G1 এর টাচ্‌ রেসপন্স চমৎকার, এটা নিয়ে তেমন কোন কিছু বলার নাই। যেমন হওয়া উচিত; স্মুথ, কোন ল্যাগস নাই, আমার বক্তব্য আমি মোটামুটি সন্তুষ্ট।

আর Primo G1 এর ডিসপ্লে নিয়ে বলবো এটিও ভাল। IPS ক্যাপাসিটিভ টাচ্‌স্ক্রিন যা আপনাকে দিবে উজ্জ্বল আর সজীব দর্শন অনুভূতি। তবে Primo G1 এর ভিউইং আংগেল আমি চমৎকার বলবো নাহ, তবে কাজ চলে যাবার মত ভাল। কেননা IPS ডিসপ্লেতে বিভিন্ন আংগেলে দেখলে তার কালার চেঞ্জ হয়ে যাওয়া উচিত নাহ, কিন্তু এটাতে খানিকটা কালার চেঞ্জ হয়। আর এতেই আমার মনে হয়েছে তারা IPS ডিসপ্লে দিয়েছে বটে তবে সস্তা দরের দিয়েছে। Primo G1 এর ৪.৩ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন হল WVGA (800x480) আর পিপিআই প্রায় ২১৭।


অডিও কোয়ালিটিঃ

Primo G1 এর অডিও কোয়ালিটি ভাল মানের। হ্যান্ডসেটের সাথে আসা হেডফোনটি যথেষ্ট ভাল আর এটি বাইরের নয়েজ প্রায় সম্পূর্ন ভাবে কমাতে পারে। ফোনের অডিও কোয়ালিটি চেকের জন্যে আমি স্যামসাং গ্যালাক্সী এস২, এস৩, সনি এক্সপেরিয়া পি, অ্যাপল আইফোন ৫ পভৃতির হেডফোন লাগিয়ে চেক করেছি (এই হেডফোন গুলো ডাইরেক্ট লাগালে অবশ্য কাজ করে নাহ, এক্সট্রা ৩.৫ মিমি এর ক্যাবলের সহায়তায় লাগালে কাজ করে) এবং চমৎকার সাউন্ড কোয়ালিটি পাওয়া গেছে। তবে বলে রাখি ডিফল্ট হেডফোনের পারফর্মেন্স অন্যান্য হেডফোনের থেকে ভাল পাওয়া গেছে।


night_samole

                                                  রাতের আলোতে তোলা ছবি

 

ক্যামেরাঃ

Primo G1 এর ক্যামেরা আসলে ৮ মেগা পিক্সেল! হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন, যদিও ফোনের পিছনে লিখা আছে ৫ মেগা পিক্সেল। আপনি ফোনের ক্যামেরা সেটিংসে গিয়ে রেজুলেশন চেঞ্জ করতে গেলেই দেখতে পাবেন সেখানে ৮মেগা পিক্সেল অপশন আছেন। উজ্জ্বল আলোতে Primo G1  দারুন ছবি তুলে, আপনার ভাল লাগবে কিন্তু এই ফোনের ক্যামেরা সেন্সর ভাল না বিধায় ছবি জুম করে তুললে পরে তা একদমই ভাল আসে নাহ। আর ক্যামেরার ফ্ল্যাশ আমার কাছে যথেষ্ট ভাল মনে হয়েছে।


day_sample

                                                  দিনের আলোতে তোলা ছবি


Primo G1 ভিডিও বৈশিষ্ট্য হল এটি “৭২০ পিক্সেলে পার সেকেন্ডে ২০টি ফ্রেম” এই রেটে ৩জিপি ফরম্যাটে ভিডিও করতে পারে। আর ভিডিও এর আর একটি বৈশিষ্ট্য হল Primo G1 কাছের বস্তু গুলোর উপর ফোকাস করে করে ভিডিও করে।


indoor_sample

                    ইনডোর লাইটে তোলা ছবি। অনেকর বোধ করি একটু খিদা খিদা লাগছে নাহ? :P



সিপিউ, জিপিউ, পারফর্মেন্সঃ

Primo G1 আছে Cortex A9 Processor (Mediatek 6577) আর জিপিউ আছে PowerVR Sgx 531, এ দুয়ের সমন্বয়ে গেমিং এর অনুভূতি অসাধারন। আমি NFS Most wanted, GTA Vice City, Virtual Tennis খেলেছি, সব গেম গুলি একদম স্মুথলি চলেছে। মডার্ন কমব্যাট ৪ খেলার সময়ে কিছু কিছু সময়ে সমস্যা অনুভব করেছি আর Dark knight Rises গেমটা খেলতেই পারি নাই। অবশ্য আপনাদেরকে বলে রাখা ভাল, আমি গেইম গুলো খেলার সময়ে ডিফল্ট ক্লাসের মেমোরী কার্ড ব্যবহার করেছি, যদি আরো ভাল মানের মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করতে পারতাম তবে হয়তো আরো ভাল পারফর্মেন্স আশা করা যেত। কাজেই একদম ল্যাগ ফ্রী গেমিংযের জন্যে ভাল মানের মেমোরী কার্ড ব্যবহার করুন।



সিনথেটিক বেঞ্চমার্ক টেষ্ট রেজাল্ট দেখুনঃ

যে টেষ্ট রেজাল্ট গুলো আপনি দেখছেন তার সব গুলো টেষ্ট রিসেন্ট ভার্সনে করা।

আনটুটু রেজাল্ট দেখুন-


antutu_resultantutu result


কোয়াড্রেন্ট রেজাল্ট-


quadrant result

 


নেনামার্ক টেষ্ট রেজাল্ট


nenamark_test


মিডিয়া প্লে-ব্যাকঃ

আমি Primo G1 তে অনেক গুলা ৭২০পি ভিডিও চালিয়েছি আর প্রায় সব গুলোই চমৎকার ভাবে চলেছে। এক বা দুইটা হার্ডওয়্যার এক্সিলেরেশনে চলে নাই হতে পারে ওই ফাইলগুলোর কোড সাপোর্ট করে নাই। এমনকই আমি ১০৮০পি (ফুল এইচডি) ফাইল চালিয়েছি আর মজার ব্যাপার হল Primo G1 তার সফটওয়্যার এক্সিলেরেশন দিয়ে চালিয়ে নিয়েছে, যদিও খানিকটা স্লো (১৫ ফ্রেম পার সেকেন্ড) ছিল কিন্তু চলেছে তো। সুতারাং বলতেই হবে Primo G1 এর হার্ডওয়্যার অনেক শক্তিশালী। তবে একটা বিষয় মনে রাখতে হবে অনেক ভিডিও হার্ডওয়্যার এক্সিলারেশনের থেকে সফটওয়্যার এক্সিলেরেশনে দেখতে ভাল লাগবে। এর কারণ হল এর জিপিউ powervr SGX 531 এর কিছু লিমিটেশন আছে।


ব্যাটারীঃ

Primo G1 এর ব্যাটারী হিসাবে আছে Li-Ion 1800 mAh, যা আপনাকে সারাদিন নিরবিছিন্ন সাপোর্ট দিবে যদি আপনি সেইরকম 3D গেইমস্‌ না খেলেন। অবশ্য খুব বেশী ইন্টারনেট ব্রাউজ করলেও ব্যাটারীর সাপোর্ট কম পাবেন, কেননা এতে ডিসপ্লে প্রচুর শক্তি খরচ করে। তবে গান শোনা বা ভিডিও দেখা নিয়ে টেনশনের কিছু নাই, এই ব্যাটারী আপনাকে দীর্ঘক্ষন সাপোর্ট দিবে।


শেষ কথাঃ

কিছু টুকিটাকি বিষয় বাদে Walton Primo G1 সত্যি এই দামে একটি চমৎকার ফোন। কেউ কেউ হয়তো কমপ্লেইন করেছন ফোনটি গরম হয়ে যায় কিন্তু আমি বলবো সেটি নেহাত আপনার ফোন’টির সমস্যা কেননা অধিকাংশ ব্যবহারকারী এই অভিযোগ করেন নাই। ফোনটি কতখানি জনপ্রিয় তা এর ব্যবহারকারীদের মন্তব্যে বুঝা যায় আর বলে রাখি Walton Primo G1 মুঠোফোন ডটকমের ফোন র‍্যাঙ্কিংয়ে সব থেকে বেশী ভোট পাওয়া একটি হ্যান্ডসেট। তাই আপনি যদি বোদ্ধা আর ব্যবহারকারী উভয়ের পছন্দের একটি ফোন কিনতে চান তাহলে এই ফোনের পিছনে আপনার টাকাটি খরচ করতে পারেন কোন রকম সঙ্কোচ ছাড়াই।



Author_picরিভিউটি সম্পন্ন করেছেন

 Rizwan Rashid Arnob