হ্যান্ডস্‌ অন রিভিউঃ Walton Primo X2

Walton এর ফ্লাগশিপ মোবাইল Walton Primo X2 কিছুদিন আগে মার্কেটে এসেছে । আমিসহ সকল টেক-প্রেমী এই মোবাইল নিয়ে অনেক আগ্রহী ছিলাম । মোবাইলটা Show room-এ আসার পরপরই আমি মোবাইলটা দেখতে Walton Plaza তে যাই । ফোন টা প্রথম দেখেই আমার খুব ভাল লাগে; মূলত, ডিসপ্লে resolution, quality, touch response, camera etc দেখেই আমি ফোনটা কিনে ফেলি। গত ২ সপ্তাহ যাবত আমি Walton Primo X2 ব্যবহার করছি।


walton_primo_x2

 

বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনঃ

প্রথম এই ফোনটার Build Quality’র কথা বলি, Walton Primo X2 একটি বার ফোন, এর  গঠন নিঃসন্দেহে অনেক আকর্ষণী। ফোনটা অনেক স্লীম, Display এর পাশের বার ফোনটাতে এনে দিয়েছে  Perfection,অনেকটা দেখতে iPhone 5 এর মত এই ফোনটাও লম্বাটে, হাতে নিলে ফোনটা অনেক হাল্কা বোঝা যায়। ফোনে রয়েছে তিনটা capacitive button (settings, home, exit/back) যেগুলাও বেশ Stylish, রয়েছে তিনটা Physical button (Volume up, down, Power)। Power Button এর পাশেই 3.5mm অডিও জ্যাক। ফোনের বাম পাশে রয়েছে একটা Micro Sim Slot আছে; যা ফোনের প্যাকেটে থাকা পিন দিয়ে খুলতে হয়, নিচে রয়েছে দুই পাশে স্পিকার গ্রীল যা খানিকটা  Style এর জন্য করা বলা যায়, কেননা শুধুমাত্র ডান পাশের স্পিকার গ্রীল দিয়ে সাউন্ড বের হয়, স্পিকার গ্রীল দুটোর মাঝখানে রয়েছে charging/data cable পোর্ট, সাদা রং এর এক্স-২ এর পিছন দিকটা চকচকে এবং কালো রংয়ের এক্স-২ এ ম্যাট ফিনিশিং দেওয়া। দুইটাতেই খুবই ভাল মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যা মোটামুটি ভালভাবে Scratch Proof।


walton_primo_x2_special_edition



ডিসপ্লে, টাচ্‌ ও ইউজার ইন্টারফেসঃ

X-2 এর আমার কাছে সবচেয়ে পছন্দের বিষয় হল এর Display; 1080p Full HD resolution 16m color [OGS Technology (single lair)] প্রায় 180 ডিগ্রী Viewing angle যা মোটামুটি পাগল করার মতই। আমি কখনও ভাবি নাই যে বিশ্বখ্যাত ব্র্যান্ড গুলো ছাড়া কোন Chineese Device নিয়া এই কথা বলব, Display’টা অনায়সে Head2Head Xperia V/T/S এমনকি Z এর সাথে তুলনা করা যায়! Touch Response অসাধারণ, Gaming এর সময়ে Multi-Touch পাঁচ আঙ্গুল পর্যন্ত সুন্দরভাবে কাজ করে, টাইপ করার সময়টাতেই আসলে বুঝা যায় টাচ’টা কতটা চমৎকার।


walton_primo_x2_user_interface


1080p Original Bluray Software Decoding দিলে smoothly চলে। Walton Primo X2 এর ডিসপ্লে color নিয়ে যে কোন স্মার্ট ফোনের সাথে head2head combat এ যাওয়া যায় (অবশ্য S4 বাদে)।


তবে একটা বিষয় পরিষ্কার নয় আমার কাছে; ফোনটাতে Gorilla Glass 3 থাকার উল্লেখ থাকলেও ফোনটা Scratch Resistive না, কেননা Screen-protector ছাড়া ব্যাবহার করলে Screen এ দাগ পড়ে। আরো উদ্বেগজনক বিষয় হল, এখন পর্যন্ত কয়েকজনের Display ভাঙ্গার খবরও পাওয়া গেছে, যদিও তা খুব শক্ত আঘাত ছিল কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে নাহ। অবশ্য, তার মানে এই নয় আপনার ফোনটি আছাড় দিয়ে Gorilla Glass পরীক্ষা করতে হবে। আর বলে রাখি, যদি কোন ভাবে ফোনের ডিসপ্লেটি ভেঙ্গে যায়; সেক্ষেত্রে আপনার ওয়াল্টন কেয়ার থেকে পুরো ডিসপ্লে ও প্রটেক্টিং গ্লাসসহ বদলিয়ে নিতে হবে যার জন্যে আপনার খরচ পড়বে ১০০৮০ টাকা এবং সার্ভিসিং চার্জ আরো ৩০০ টাকা


ইউজার ইন্টারফেস / UI-তে আমরা  Gionee Elife e6 এ যে Amigo UI দেখেছিলাম YouTube ভিডিওতে, Walton Primo X-2 তে আসলে তা ব্যাবহার করা হয়নি। Walton Primo X2’তে Stock Jelly Bean UI কিছুটা Customize করে ব্যাবহার করা হয়েছে । 


Settings App’টি Gionee থেকে দেখানো সেই একই App কিন্তু অজ্ঞাত কারনে app/running এ scrolling করার সময় অনেক Laggy। Overall রোমটা আমার মনে হল ভাল ভাবে Optimized করা না, কারন Walton F-2, F-1, H-2 এর কথা বাদই দিলাম, Symphony Xplorer W65, তার ২৫৬ mb ram নিয়ে Jellybean একদম buttery smooth ভাবে চালায়; সেখানে এক্স-২ এর Simple Stock jellybean 4.2.1 চালাতে বেগ পাওয়ার কথা না!



Smat Gesture ও অন্যান্যঃ

Walton X-2 তে নতুন যোগ করা হয়েছে Smart Gesture। আসলে অপশনটাকে এখনও পরিক্ষাধীন বলা চলে, কারন এটি সব সময় ব্যাবহার করার মত Perfect এখনও হয়নি। মূলত Smart Gesture এই Feature’টা কোন সেন্সর দিয়ে কাজ করে না । কাজ করে সামনের ক্যামেরা দিয়ে, তাই low-light কন্ডিশনে এই অপশনটা ঠিক মত কাজ করে না । Day light কন্ডিশনে কাজ করলেও, 1m-25cm দূর থেকে কাজ করতে হয় যা প্রতিদিনকার ব্যবহারের জন্যে ততটা উপযোগী নয় কিন্তু কাউকে দেখিয়ে তাক লাগিয়ে দাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু low-light পরিবেশে Magic দেখাতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আরেকটা অপশন Smart answer, Smart dial যা অনেক সময় ঠিক মত কাজ করে না যেটা খুব বিরক্তিকর । একই কথা বলব Smart Play/pause নিয়া, Show Off করার জন্য ভাল কিন্তু Practically ব্যবহারের জন্যে Awesome পারফর্মেন্স আছে সেটা বলা যাবে নাহ।


CPU, GPU, Processor ও অন্যান্যঃ

Performance এর ব্যাপারে বলতে হয় এক্স-২ 1080p Hull HD, 2gb Hi-Speed ram দেওয়া একটা Flagship device থেকে USER যা আশা করে তা দিতে পারে নাই । হাঁ, ফোন’টা গেম installing, app run এবং loading time, startup time etc দিক দিয়ে যথেষ্ট ফাস্ট; বস্তুত MT6589 Turbo 1.5 GHZ CPU’টা  আসলে MT6589 CPU এর Over clocked version। “MT6589T Cortex A-7 NEON CPU” নিয়ে মুল জানার বিষয় হোল এই CPU নামে আসলে Quad core হলেও বস্তুত stable quad core এর মত আচরন করে না । এটার মিনিমাম CPU Frequency 497MHZ, ম্যাক্সিমাম 1508 MHZ; সাধারনত যেকোন Stable Quad core CPU’তে ৪টা কোর যদি সর্বনিম্ন frequency তেও অ্যাক্টিভ থাকে, তবেই Buttery Smooth Performance পাওয়া যায় কিন্তু MT6589T এদিক দিয়ে ব্যাতিক্রম। এই CPU এর একটা কোর সবসময় Stable থাকে, মোটামুটি দরকারে দ্বিতীয় কোরটা কাজ করে, বাকি দুইটা খুব দরকারে কাজ করার কথা হলেও কখনো কখনো কাজ করতে দেখা যায় না! ফল সরূপ মাঝে মাঝে UI একটু lag করে।


walton_primo_x2_processors


Walton Primo X2-তে GPU ব্যাবহার করা হয়েছে PowerVR SGX544MP, যেটা একটা Single core GPU যাকিনা ১৯২০x১০৮০ resolution-এ HD গেম চালানর জন্য পুরোপুরি উপযুক্ত, একথা বলা যাবে না। সব HD game ভাল গ্রাফিক্সে চললেও মাঝে মাঝে Frame-Drop লক্ষ্য করা যায়, কাজেই SGX544MP GPU এর জন্য 540p Display resolution-এ খেলাই সবচেয়ে ভাল। HD game গুলার resolution কমিয়ে নিলেই আর কোন সমস্যা হবে না । Normally Dead Trigger, Shadow Gun, Modern Combat 3: Fallen Nation, Modern Combat 4: ZERO HOUR, Temple Run (ALL Version), Subway Surfer ইত্যাদি game নরম্যালি High resolution-এ lag ছাড়াই খেলা যায়, কিন্তু তবুও যারা Hard Core Gaming পছন্দ করেন তাদের এই ডিভাইস পছন্দ নাও হতে পারে। অবশ্য, আপনি যদি X2 ইতিমধ্যে কিনে ফেলে থাকেন তাহলে চিন্তা করার কিছু নাই, খানিকটা লো-সেটিংসে খেলুন; সব গেমই ভাল ভাবে খেলতে পারবেন।


walton_primo_x2_games


walton_primo_x2_games


walton_primo_x2_games


walton_primo_x2_games


walton_primo_x2_games


walton_primo_x2_games


X2 তে Multi-tasking করে অনেক মজা, ২জিবি High Speed Ram থাকায় অনেক অ্যাপ মিনিমাইজ করে রাখা যায়, চেক করার জন্য আমি অনেক গুলা App, Game, Browser মিনিমাইজ করে দেখেছি এবং ফলাফল অসাধারণ, সবগুলা অ্যাপ, game, browser অনেক ফাস্ট ম্যাক্সিমাইজ হচ্ছিল আর কোনটাই Crash বা lag করে নাই। খুব ভাল ভাবেই resume হয়, ফোন এ সব সময় ১জিবি’র মত র‍্যাম ফ্রী থাকে। আর বলে রাখি, ফোনটি OTG সাপোর্ট করে নাহ।


walton_primo_x2_multi_tasking



ইন্টারনেট ব্রাউজিংঃ

এই ফোনে Browsing করা যায় খুব ভাল ভাবে, ব্রাউজার ট্যাব সুইচ করা , নিউ ট্যাব খোলা এবং অন্যান্য কাজগুলা Buttery Smooth ভাবে হয়, ওয়াইফাই দিয়ে X-2 ডাটা ডাউনলোড স্টার্ট করলে অন্য অনেক ডিভাইসই স্পীদ পায় না যা দেখে বুঝা যায় এই ডিভাইসটার ওয়াইফাই নেটওয়ার্ক সিস্টেম বেশ ভাল।

 3g/2g সিম internet সংযোগ এ Oparator যতদূর সাপোর্ট দিতে পারে এক্স-২ তত ফাস্ট Browse করতে পারে,ইন্টারনেট ব্যাবহার করার ক্ষেত্রে মজার বেপার হল Display Quality,resolution এর জন্য এবং Super High PPI (~441) হওয়ায় ফন্ট এর Sharpness,content/pic এর গ্রাফিক্স এক কথায় Awesome, কিন্তু অনেক বড় কোন পেজ অনেক ফাস্ট scroll করতে গেলে একটু load নিয়ে তারপর ক্লিয়ার হয়, যা হয়তোবা কেউ এত Hi-End Device এ আশা করেন না। কিন্তু OverAll অভিজ্ঞতা খারাপ বলা যাবে না , আমি এক্স-২ এর ব্রাউজিং নিয়ে খুশি।


walton_primo_x2_photo_sample


ক্যামেরা ও সেন্সরঃ

X-2 এর camera নিয়া বলতে গেলে, বলতেই হয় ক্যামেরাটা অনেক ভাল। Camera app, Still picture, Low light short distance picture, Full HD Video capture এসব বিষয়ে ক্যামেরাটা অসাধারণ। মাঝে মাঝে পারফর্মেন্স খারাপ মনে হলেও যেকোন বিখ্যাত ব্র্যান্ডের ডিভাইস, যেমনঃ  Samsung Galaxy S3, Xperia V/Z, HTC One X এগুলোর পাশে রাখলে আপনি বলতে বাধ্য হবেন, বলতে Camera’টা আসলাই  ভাল। আমি এক্স-২ এর ক্যামেরায় ভালভাবে Impressed, 13mp cam +android 4.2.1 options like best shot, smile shot, panaroma shot, mono, hdr ইত্যাদি অপশন মিলে এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেয় ডিভাইসটা। Camerar Flash Light টাও অনেক Powerful, সুতরাং পুরা অন্ধকার রুমেও ছবি বেশ ভালই আসে। পিছনের ক্যামেরার কথা বলছিলাম এতক্ষণ, এবার সামনের ক্যামেরার কথায় আসা যাক; অবিশ্বাস্য হলেও সত্যি, যেখানে এক্সপেরিয়া Z Ultra’তেও 2mp cam দেওয়া সেখানে এক্স-২ তে ব্যবহারকরা হয়েছে ৫ মেগামিক্সেল ক্যামেরা। যা এক কথায় অসাধারণ, সামনের camera’টা এতই ভাল যে মাঝে মাঝে দরকার হলে সেল্ফ-প্রোট্রেইট তোলার দরকার হলে সামনের ক্যামেরাই ব্যবহার করা যাবে।


walton_primo_x2_photo_sample


ফোনের সবগুলা sensor ভাল ভাবে কাজ করে এবং খুবই সাছন্দ্যের সাথে, এক্স-২ এর  GPS অনেক accurate ভাবে কাজ করে। Gyroscope সেন্সর, লাইট সেন্সর, Accelerometer 3d, Proximity সবগুলা সেন্সব Super Perfection এর সাথে কাজ করে।


walton_primo_x2_sensors


অডিও এবং ভিডিও কোয়ালিটিঃ

Speaker এর ডিফল্ট সাউন্ড অনেক কম, পরে অবশ্য ঠিক করা নেওয়ার উপায় আছে। আর Headphone এর সাউন্ডেরও একই অবস্থা, Built-in অবস্থায় সুবিধাজনক না। যদিও সাউন্ড quality আমার কিছু প্রচেষ্টার পর এখন অনেক ভাল হয়েছে। Pimp My Beats, Xperia Clear Audio+ এবং XLoud install করার পর সাউন্ড কোয়ালিটি বেশ উন্নতি হয়েছে। ডিভাইস টার Sqlite3 Database optimize, Ext4File System Tweeks, Zipaligh Optimization, Entropy Optimization করলে Performance আরো অনেক ভাল পাওয়া যায়। আগেই বলছি রোম টা ভাল ভাবে Build করা না, I hope আগামী রোম আপডেট এ এই প্রব্লেম গুলা দুর হবে,এক্স-২ এর Default Music Player টা অনেক ভাল।


walton_primo_x2_media_player


এক্স-২ মেমোরি কার্ড সাপোর্ট করেনা প্রথমে একটু প্রব্লেম মনে হলেও এখন মনে হছে 24gb internal Sd,ar 3gb app storage প্রয়েজন এর চেয়ে অনেক বেশি ,ফোন এর কল এর সাউন্ড quality অনেক ভাল । কখনও Unusual call drop দেখি নাই, ফোন এর Built-in কল অ্যাপ টা অনেক ভাল। কল Recorder এর মত কতগুলা অপশন Integrated এবং চরম ভাবে কাজ করে, Default Messaging app টাও অনেক জোশ।

আর ভিডিও কোয়ালিটি বলতে হয় চমৎকার। পুরোপুরি HD ভিডিও চলে একদম অনায়সে। তাই আপনি মিউজিক ভিডিও বা মুভি দেখতে পারবেন আরামসে।


walton_primo_x2_video_quality


ব্যাটারীঃ

Walton Primo X2 এর ফোনের ব্যাটারি সাপোর্ট বলতেই হবে বেশ খারাপ, একদমই আশানুরুপ নয়। নরমাল ব্যাবহারে পুরো একটা দিনের কাছাকাছিও চার্জ থাকে না (1 hour gaming, 1 hour internet browsing, voice call, music play)। তবে এর ভাল দিক হোল, খুব তাড়াতাড়ি চার্জ ফুল্ হয়ে যায়, মাত্র 1:30 ঘণ্টার মধ্যেই ফোন ফুল চার্জ হয়ে যায়। ফোনটা ইন্টারনেট Browsing (2g/3g cellular network), গেমিং এ মোটামুটি অনেক গরম হয়। অবশ্য গরম কমবেশি সব ফোনেই হয়। কাজেই এটি নিয়ে ভীত হবার কিছু নাই। তবে খেয়াল রাখবেন ফোন চার্জে রেখে কথা বলবেন নাহ, এটি ব্যাটারী এবং আপনার জন্য ক্ষতির কারন হতে পারে।


ব্যাটারী একটু অপটিমাইজড করে ব্যবহার করলে আশা করা যায় পারফর্মেন্স ভাল হবে। অপটিমাইজড্‌ মানে যেমন ধরুন; Bluetooth, Wifi, Hotspot এসব প্রয়োজন ছাড়া বন্ধ রাখলেন। ডিসপ্লে ব্রাইটনেস ফুল না রেখে আটোমেটিকে রাখলেন। অপ্রয়োজনীয় Apps বা উইজেট বন্ধ করে রাখুন আর সব থেকে গুরুত্ব পূর্ন অংশ হল, যদি প্রয়োজনীয় না হয় তবে আপনার ফোনের ইন্টারনেট ডাটা কানেকশনটি সব সময় সক্রিয় রাখবেন নাহ, দরকার পড়লে চট্‌ করে সক্রিয় করে কাজ সেরে নিয়ে আবার নিষ্ক্রিয় করে রাখুন। এতে করে প্রতিদিনকার ব্যাটারী লাইফ প্রায় ৫০% পর্যন্ত বাড়ানো যায়। আর ফোনের ব্যাটারী অকারনে চার্জিংয়ে রাখবেন নাহ। চেষ্টা করুন একবারে ফুল চার্জ দিয়ে তা আবার খালি (২৫% থাকা অবস্থাতে চার্জিং দিয়ে দেওয়া ভাল) হলে পরে চার্জে দিন।


বেঞ্চমার্ক টেষ্ট রেজাল্টঃ

সব শেষে দেখুন বেঞ্চমার্ক রেজাল্ট। নিজেই রেজাল্ট গুলো দেখুন, কেমন করেছে প্রিমো এক্স ২।


walton_primo_x2_antutu_test_result


walton_primo_x2_geekbench_test_result     walton_primo_x2_nenamark_test_result



পরিশেষে বলতে হয় আপনি যদি গেমিংয়ের পাগল না হয়ে থাকেন তবে Walton Primo X2 আপনার জন্যে ভাল চয়েজ হবে। আর ফোনটি সত্যিকার অর্থে দারুন Good looking! স্লীম-স্লীক এই ফোনটি দেখতে কোন ভাবেই সস্তা তো নয়ই বরং আশে-পাশের সবার বেশ নজর কাড়তে সক্ষম। দিনের নরমাল ইউজের জন্যে চমৎকার, ব্যাটারী'টার জন্যে একটু অপটিমাইজড্‌ ব্যবহার প্রয়োজন; ব্যাস হয়ে গেল। যাই হোক রিভিউ তো পড়লেন, আশা করি যারা কিনতে চাচ্ছেন তাদের অনেকের জন্যে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

তো আপনি কি কিনবেন, নাকি কিনবেন নাহ? কোন সিদ্ধান্তে পৌঁছালেন?

muthofon_nixon 

 রিভিউটি সম্পন্ন করেছেন
 

  নিক্সন