Symphony Xplorer T8: হ্যান্ডস অন রিভিউ

Symphony Xplorer T8 (Tab) যে এই মুহূর্তে সকল ট্যাবপ্রেমীদের মন জুড়ে আছে তা নিঃসন্দেহ বলা যায়। কেউ কেউ ইতিমধ্যে GP সেন্টার থেকে ট্যাবটি কিনে ফেলেছেন আর অনেকেই আছেন এখনো ছুঁয়ে দেখবার অপেক্ষায়। আমরা প্রতিদিন অসংখ্য মানুষকে আমাদের সাইটের Xplorer T8 এর পেইজ ভিজিট করতে দেখি আর সেটিই মূলত আমাদের এই রিভিউটি লিখতে উৎসাহিত করেছে। এই মুহূর্তে আপনি যে এই রিভিউটি পড়ছেন, তার কারণ ট্যাবটির ব্যাপারে আপনারও কম বেশি আগ্রহ অবশ্যই আছে।

আমরা চেষ্টা করবো এই রিভিউটি পড়া শেষে আপনি যেন এই ট্যাবটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পান। যাই হোক, মূল রিভিউতে যাবার আগে আমি মনে করিয়ে দিতে চাই যে এই ট্যাবটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৮৫০ টাকা। এবার আসুন আমরা দেখি ট্যাবটি দিয়ে আসলেও পয়সা উশুল হবে কি না।


Symphony_Xplorer_T8


প্যাকেজে যা যা পাচ্ছেনঃ


• হেডফোন

• মাইক্রো ইউএসবি কেবল

• ওয়াল চার্জার

• কুইক স্টার্ট গাইড


এবার আসা যাক মূল গল্পেঃ


ছবিতে দেখতে আপনার যেমনি লাগুক ট্যাবটি দেখতে বাস্তবে তার থেকে অনেক ভাল। আপনি এটি হাতে নিলেই মাথায় আসবে ছবিতে T8 দেখতে একটু বড় দেখায় আর যেটি বুঝবেন তা হল, এই প্রাইসেই আপনি একটি চমৎকার গ্যাজেট কিনে ফেলেছেন। এটি প্রায় ১২ মিমি পুরু যা কিনা একে একটি স্মার্টি লুক দিয়েছে আর আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে অনায়সে হাতের তালুতে রেখে কাজ করতে পারবেন।

 

Symphony_Xplorer_T8

 

T8 ওজনে বেশ হাল্কা তাই আপনি ইচ্ছেখুশিমত একে নাড়িয়ে-ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন কোন বিড়ম্বনা ছাড়াই। ধরুন, আপনি একটু দৌড়ের উপর আছেন ভার্সিটি অথবা অফিসের পথে, বাসে বা অন্য বাহনে, কিংবা, সারাদিন পরে বিশ্রাম নিচ্ছেন শুয়ে বা বসে--আপনি যেভাবেই থাকুন না কেন ট্যাবটির এস্কিলেরোমিটার সেন্সর থাকায় T8 নিয়ে একদম নড়ে-চড়ে আরামের সাথে ব্যবহার করে যেতে পারবেন। আর সাথে G-Sensor তো আছেই।

 

Symphony_Xplorer_T8


টাচ আর ডিসপ্লেঃ 


আমার ধারণা সিম্ফম্নী এক্সপ্লোরার T8 এর মনোরম লুক্ ইতিমধ্যে আপনাদের নজর কেড়েছে। চলুন, এই লুকের সাথে আরও কি আছে  তা দেখা যাক। T8 এর আছে TFT Capacitive ফুল টাচস্ক্রিন এবং ৮ ইঞ্চি XGA ডিসপ্লে। T8 মাল্টি টাচ্‌ সুবিধা সংবলিত আর মাল্টি টাচ্‌ পাচ্ছেন পাঁচ আঙ্গুল পর্যন্ত। এর টাচ্‌ পারফরমেন্স সত্যি চমৎকার। হয়তোবা HTC, Samsung অথবা বিশ্বের অন্যান্য বিখ্যাত কোম্পানীর গ্যাজেটের মতো T8 এর টাচ্‌ অত কেতাদুরস্ত নয় কিন্তু নিঃসন্দেহ অনেক ভাল। আমি আসলে অনেক সাবধানে মন্তব্য করছি কিন্তু যারা অলরেডী এটি ব্যবহার করছেন তারা আমার মনে হয়, অন্যান্য হাইলি পারমেন্সড গ্যাজেটের সাথে T8 এর টাচে্‌র তুলনা করতে পারেন। যাইহোক ছোট করেই বলি, এর রেসপন্স টাইম, স্মুথনেস সব মিলিয়ে ট্যাবটি আপনার মন ছুয়ে যাবে।

 

Symphony_Xplorer_T8

 

Symphony Xplorer T8 এর ডিসপ্লে রেজুলেশন হলো ৯৭৬x৭৬৮ (না ঠিকই পড়েছেন, এটি ১০২৪x৭৬৮ নয়) যা কিনা মুভি দেখা, গেম খেলা অথবা ফেসবুকিং, ইউটিউব এসবের জন্য যথেষ্ট। আপনি T8 এ MP3/MP4/3GP/MKV ফাইল গুলো চালাতে পারবেন, তবে ট্যাবটি WAV ফাইল সাপোর্ট করেনা। আমার মনে হয় এটি তেমন কোন সমস্যা করবে না, কারণ আজকাল আর কেউ WAV ফাইল খুব একটা চালায় না। এর ডিসপ্লে’র একটা  উল্লেখযোগ্য বিষয়, এর উজ্জলতা তুলনামূলক ভাবে কিছু’টা কম। এই উজ্জলতা’টা যদি আরও একটু বেশী থাকতো আমি ‘চমৎকার’ বিশেষণ’টি ব্যাবহার করতাম চোখ বুজে। Xplorer  T8  আমি HD ফাইল চালাতে চেষ্টা করেছিলাম কিন্তু চলেনি, ঠিক বুজলাম কেন-হয়ত প্রসেসর সাপোর্ট করেনি। এছাড়া এর ভিউয়িং এক্সপেরিয়েন্স প্রশংসনীয়। আপনি এটি দিয়ে ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন। এর ফ্রন্টক্যামেরা VGA আর এর রিয়ারক্যামেরা হল 2MP (1600x1200 pixels)। কাজেই আপনি অনায়সে ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন 720p@30fps তে।

 

Symphony_Xplorer_T8


সাউন্ড এবং কলিং:


T8 এর সাউন্ড এর অন্যতম উল্লেখযোগ্য একটি দিক। এর আছে স্টেরিও স্পীকার যা আপনাকে দেবে একদম ক্রিস্টাল ক্লিয়ার শব্দ। কাজেই আপনি গান অথবা ভিডিও উপভোগ করতে পারবেন আরামসে। অবশ্য এর 3.5 mm জ্যাক ব্যবহার করেও আপনি অন্য স্পীকারের সাথে সংযোগ লাগিয়ে গান শুনতে পারেন। 

আর Xplorer T8 এ আছে কল করা ও রিসিভ করার সুবিধা যা কিনা অনেক ট্যাবেই থাকেনা। আপনি একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন (আমার ধারণা সিম্ফনী এই প্রথম কিছু মার্কেটে আনলো একটি সিম স্লটে) । কল করার ব্যাপারে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবেঃ এই সময়ে হেডফোন ব্যবহার করাই শ্রেয় অন্যথায় আপনার আশেপাশের  মানুষ আপনার কথাবার্তা শুনতে পাবে, অনেকটা লাউড স্পীকারে কথা বলার মত (আমি নিশ্চিত আপনি অবশ্যই তা চান না)। এটি কোন ফোন নয় তাই রেগুলার ফোনের সুবিধা এইখানে পাওয়া যাবেনা। আর সারা বিশ্বে ট্যাবগুলো এভাবেই বানানো হয়, তাই এটি নিয়ে কোন রকম মনোকষ্টে ভোগার কারণ নাই। আর আপনার হেডফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভাল পুরো ব্যাপারটাই আপনারও ভাল লাগবে, আমি নিশ্চিত।


আপ্পস্‌ ও পারফর্মেন্সঃ


Xplorer T8 এ গেমিং এর অভিজ্ঞতা সত্যি অসাধারন। Air Attack (HD), Fruit Ninja, Angry Birds, Highway ride প্রভৃতি গেমস্‌ আপনি প্রী লোডেড হিসাবে পাবেন T8 এ। এগুলো ছাড়াও আপনি গুগল প্লে-স্টোর থেকে ইচ্ছামত গেম নামিয়ে নিতে পারেন। আপনি HD গেম খেলতে পারবেন এটতে। তবে গেম ডাউনলোডের ব্যাপারে একটা বিষয় মাথায় রাখবেন, গেমের ট্যাব ভার্সন নামিয়ে নিবেন। কারণ ট্যাব আর মোবাইল গেমস্‌ ভার্সনে পার্থক্য থাকে। আর এটি Android 4.0.4 Ice cream sandwich অপারেটিং সিস্টেমে চলছে আর চিপসেট হলো MediaTek MTK6577, প্রসেসর আছে 1 Ghz Dual core processor এবং জিপিইউ PowerVR SGX531 আছে। T8 এর আছে 4GB ROM এবং 1GB RAM, এখানে ROM এ ইউজার এর জন্য থাকছে 2.5GB। Xplorer T8 এ আপ্স্‌ স্পীড ভাল পাওয়া গেছে আর গেমস্‌ এর স্মুথনেসও বেশ চমৎকার।


গেমস্‌ ছাড়াও থাকছে আরও প্রী-লোডেড আপ্স্‌, যেমন – Nimbuzz, Opera min, BBC News,  Adobe reader, OfficeSuite-pro ইত্যাদি। Xplorer T8 এর অপারেটিং সিস্টেম Ice cream sandwich, কাজেই এটি ইউনিকোড সাপোর্ট করে- যার মানে আপনি বাংলা পড়তে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই (হয়তোবা ফন্ট একটু ছোট দেখাতে পারে, পিঞ্চ করে জুম ইন/আউট করে নিতে পারবেন)। আপনি খুব স্বাচ্ছন্দ্যে ই-বুক পড়তে পারবেন বাংলা অথবা ইংরেজীতে txt বা pdf সহ অন্যান্য কমন ফরম্যাটে। কাজেই আপনার আর পিসির সামনে পিঠ সোজা করে বসে জনপ্রিয় উপন্যাস গুলো পড়তে হচ্ছে নাহ, কি বলুন? চ্যাটিংপ্রেমীদের জন্য থাকছে Firing, Skype প্রী-লোডেড হিসাবে। Skype দিয়ে আপনি চ্যাটিং সহ ভিডিও কলও করতে পারবেন ২ দিকে ক্যামেরা থাকার সুবাদে। আর এর টাইপিং ইন্টারফেসটি দারুণ! অতি আনায়সে সু-প্রস্থ কীবোর্ডে টাইপ করা যায় সাবলীল ভাবে


কানেক্টিভিটিঃ


Symphony Xplorer T8 বাংলাদেশের দেশের GSM নেটওয়ার্কের সবগুলি ব্যান্ড সাপোর্ট করে আর 3G তে HSPA 2100 সাপোর্ট করে T8, যা কিনা বর্তমানে টেলিটকের আছে। কাজেই আপনি দু’ধরনের নেটওয়ার্কে চালাতে পারছেন অনায়সেই। 3G নেটওয়ার্কে যদিও পরীক্ষা করে দেখা হয়নি (পরীক্ষা করে দেখা হলে অবশ্যই তা রিভিউতে জুড়ে দেওয়া হবে)। GP নেট ইউজ করে দেখেছি; পারফর্মেন্স বেশ ভালই ছিল। আপনি জনপ্রিয় সবগুলো ব্রাউজারই ব্যবহার করতে পারবেন, যেমন - গুগল ক্রোম, অপেরা মিনি পভৃতি (এটি আর বলার অপেক্ষা রাখে না যদিও) । Xplorer T8 চাইলে আপনি মডেম হিসাবেও ইউজ করতে পারবেন তবে অধিক ব্যবহারে বেশ গরম হয়ে যায়। তবে আমার পরামর্শ থাকবে ওভাবে ইউজ না করাই ভাল। এতে আছে wi-fi hotspot ফাংশন; কাজেই wi-fi ইউজ সহ এটি দিয়ে আপনি hotspot বানিয়ে নিতে পারছেন।

 

Symphony_Xplorer_T8


ব্যাটারী ও অন্যান্যঃ


Symphony Xplorer T8 এ আছে বেশ শক্তিশালী ব্যাটারী, 4200 mAh । তবে ব্যাটারীটা ফিস্কড, আপনি এটি খুলতে বা পরিবর্তন করতে পারবেন নাহ (মনে হয় আমার মত ব্যাপারটি আপনারও ভাল লাগেনি)। এছাড়া ব্যাটারীর পারফর্মেন্স খারাপ লাগার মতো নয়। আপনি যদি ২ ঘন্টা গেমস্‌ খেলেন (শব্দ সহ), মুভি দেখেন অন্তত ২টা, তারপরও আপনার ব্রাউজ করার জন্য যথেষ্ট চার্জ থাকবে। প্রায় একটানা ৪ ঘন্টা ধরে শুধু গেমস্‌ খেল্লে পরে ব্যাটারী খালি হয়েছে আর অন্যদিকে মুভি আর গান শুনে ব্যাটারী খালি হয়েছে সাড়ে ৫ ঘন্টায়। আর একদম ইউজ না করলে, স্ট্যান্ড-বাই টাইম দেড়দিন পার হয়ে যাবে একদম চোখ বন্ধ করেই (আমরা বেকার ফেলে রাখতে পারি নাই, একদম বেকার কি ফেলে রাখা যায় বলুন?)। আর স্ট্যান্ড-বাই টাইম অনেকটা নির্ভর করে আপনার ব্যবহৃত নেটওয়ার্কের উপর। তবে এর ব্যাটারী চার্জ হতে বেশ খানিক’টা সময় নেয়, প্রায় সাড়ে ৫ ঘন্টারও বেশী সময় নিয়েছে ১০০ ভাগ চার্জ হতে।


আর আপনি প্রতিটি Xplorer T8 ক্রয়ে পাচ্ছেন একটি 8GB microSD কার্ড ফ্রী। এই কার্ডটি এবং সিম্‌ কার্ডটি লাগাতে হবে ট্যাবটির উপরের দিক থাকা আলাদা আলাদা স্লটে। ট্যাবটির ডান দিকে লক আর ভলিউম রকার বাটন আছে, এর পাশেই আছে পাওয়ার বাটন।


আর হ্যাঁ, আমি জানি আপনি হয়তো মনে মনে এটা রুট করা নিয়ে একবার হলেও ভেবেছেন। আমার কাছে মনে হয়েছে এটা রুট করা। আমরা সবাই কমবেশি জানি সিম্ফনী এগুলো চায়নিজ হোল-সেলারদের থেকে ক্রয় করে। তাই সব থেকে ভাল আনুমানটি হবে; সিম্ফনী যখন তাদের ব্র্যান্ডেড উপাদানগুলো লোড করতে বলে তখনি হোল-সেলার তাদের চাহিদা আনুযায়ী কাজটি করে দেয় শীপমেন্টের আগেই। তবে বলে রাখি, আমি কোন সুপার-ইউজার পাইনি। বোধ করি সেটাই স্বাভাবিক, কেননা সিম্ফনী অবশ্যই তা চাইবে নাহ।


তবে অবশ্যই এটিকে রূট করার ব্যবস্থা আছে কিন্তু আমার পরামর্শ হবে সেটি না করার। এতে আপনার ওয়ারেন্টি বাতিল হবে; সাথে করে ট্যাবটি “Brick” হবার সম্ভবনা থাকছে কারণ এটি সবার কাছেই একদম নতুন।


সবশেষে আমি বলবো, Symphony Xplorer T8 সিম্ফনী কোম্পানীর একটি চমৎকার পদক্ষেপ । সাধ আর সাধ্যের সংমিশ্রনে মানুষের মাঝে তারা আগ্রহ সৃষ্টি করতে পেরেছে। তাই আপনি যদি এই বাজেটে একটি ট্যাব কিনতে চান, তাহলে আপনি ইতিমধ্যে জানেন আপনার কী করনীয়।