Oppo F17 Pro - তে মিলবে ভোক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি

দেশের বাজারে অপোর এফ সিরিজের ফোনগুলো দারুণ সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় সিরিজটির সর্বশেষ সংযোজন ‘এফ১৭ প্রো’ বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তরুণ প্রজন্মের বিনোদন কিংবা সৃজনশীল কাজের উদ্দেশ্যে বেশির ভাগ সময়ই স্মার্টফোনের ওপর নির্ভর করে। ফলে ফোন দ্রুত চার্জ হারায়। এমন সমস্যার সমাধান দিতে অপো এফ১৭ প্রোতে মিলবে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি, যা খুব দ্রুত ফোন চার্জ করে নিতে সহায়তা করবে।


বর্তমানে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। বিপুলসংখ্যক মানুষ যোগাযোগ, কাজ ও বিনোদনের প্রাথমিক ডিভাইস হিসেবে স্মার্টফোন ব্যবহার করছেন। স্মার্টফোন শক্তিশালী ক্যামেরার পাশাপাশি শক্তিশালী প্রসেসর, হাই-ডেফিনেশন ক্রিস্টাল ক্লিয়ার বিশাল ডিসপ্লে ব্যবহারে সার্বক্ষণিক ব্যাটারি ব্যবহার হয়। ফলে ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারে প্রয়োজন একটি কার্যকরী সমাধান। ২০১৪ সাল থেকে ভোক ফ্ল্যাশ চার্জিং নিয়ে কাজ করছে অপো। এ প্রযুক্তির ক্রমাগত উন্নতি সাধনের ফলে এখনকার স্মার্টফোন ব্যবহারকারীরা উপকৃত হচ্ছেন।


ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০-এর মাধ্যমে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে এফ১৭ প্রোতে পাওয়া যাবে ৪ ঘণ্টা টক টাইম। ১ দশমিক ৭ ঘণ্টা ইউটিউব দেখা যাবে, কিংবা পাবজিতে একটি গেমের প্লেটাইম কিংবা ১ দশমিক ৯ ঘণ্টা ইনস্টাগ্রাম ব্রাউজিংয়ের সুবিধা। তাই বড় ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। সর্বাধুনিক সব ফিচার এবং চমকপ্রদ ডিজাইনের ‘আল্ট্রা ফাংশন, আলটিমেট ফান’ অপো এফ১৭ প্রো শিগগিরই দেশের বাজারে ছাড়া হবে। অত্যাধুনিক ডিজাইন, ক্যামেরা সেটআপ, শক্তিশালী প্রসেসরসহ চলতি বছরের সবচেয়ে স্লিম এ স্মার্টফোন ব্যবহারকারীকে দেবে কাঙ্ক্ষিত পারফরম্যান্স বলে দাবি করেছে অপো বাংলাদেশ।


চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড অপো ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্য নিরন্তর কাজ করছে। তারুণ্য, নতুন ট্রেন্ড সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরো অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই গ্রাহকদের জন্য সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রডাক্ট আনতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’-এর এক নতুন যুগ।