Google Nexus 5, once again unofficially!

Google Nexus 5, আবারো মিডিয়ার সম্মুখে!
September 17, 2013
Google Nexus 5, once again unofficially!


FCC আর Google এর ক্যাম্পাসে ঘোরাঘুরি থেকে আবারো একটি চমকপ্রদ খবর বের হল এসময়ের সব থেকে অপেক্ষিত ফোন Google Nexus 5 এর এবার মোটামুটি এর লুকের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে তার বেশ কয়েকটি ছবি থেকে শুধু ছবি নয়, একই সাথে ভিডিও করা হয়েছে খুব অল্প সময়ের জন্যে


google_nexus_5

 

হ্যান্ডসেটের ডিজাইন দেখে কমবেশি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি দেখতে ২০১৩ তে বাজারে আসা Asus এর বানানো Nexus 7 এর প্রায় একটি ছোট ভার্সন হতে যাচ্ছে


google_nexus_5

 

আর এই ছবি গুলো দেখে নিশ্চিত হওয়া গেল, কিছুদিন আগে গুগলের এক কর্মকর্তার হাতে যে ফোনটি দেখা গিয়েছিল সেটি আর এই এখনকার পাওয়া ফোন দুটি একই অর্থ্যাৎ যার মানে দাঁড়ায়, গুগল ফোনটির টেষ্ট রান শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আর Nexus 5 আসছে Android এর নতুন ভার্সন 4.4 Kitkat

 

আর প্রসঙ্গত বলে রাখি, Nexus 5 এর নির্মাতাও হতে যাচ্ছে LG Electronics Nexus 4 এর অভূতপূর্ব সাফল্যের পর LG এর উপরই ভরসা রাখছে Google

 

মিডিয়ার সামনে নেক্সাস এর এই ঘন ঘন উপস্থিতি আমাদের একটা বিষয়ে ইঙ্গিত দেয়; নেক্সাস এর ঘোষনা আসছে খুব শীগগির ধারণা করা যায় এই অক্টোবরের মাঝামাঝিতেই অফিসিয়াল ঘোষনা চলে আসতে পারে

 

 

নেক্সাস এর কিছু ছবি তো দেখলেন; কি মনে হয় আপনার, নেক্সাস বেশি আকর্ষনীয় নাকি নেক্সাস ?


 
Related News


 
comments powered by Disqus